পিরোজপুর জেলা বিষুব রেখার উত্তরে ২২০৩০ থেকে ২২০৫২ অক্ষাংশে এবং গ্রীনিচের পূর্বে ৮৯০৫০ থেকে ৯০০১৩ দ্রাঘিমার মধ্যে অবস্থিত। কাউখালী উপজেলার অবস্থান ইহার মধ্যেই। কাউখালী উপজেলা সমতল ভূমি তবে প্রচুর খাল, বিল ও নদী, নালা এর উপর দিয়ে বয়ে গেছে। উহার মূল ভূখন্ড সমুদ্র সমতল হতে ১০ থেকে ১৯ ফুট উঁচুতে অবস্থিত। ভৌগলিক ভাবে উহার অবস্থান হলোঃ উত্তরে নেছারাবাদ উপজেলা, পূর্বে ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলা, পশ্চিমে পিরোজপুর সদর এবং দক্ষিনে ভান্ডারিয়া উপজেলা।