১৯৭১ সালে তদানীন্তন জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল আওয়ামীলীগের নেতা ও বাঙ্গালির গণতান্ত্রিক সংগ্রামের চিরকালের সাহসী মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ রের্সকোর্স ময়দানে 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' এবং 'ঘরে ঘরে দূর্গ গড়ে তোলো' বলে ঐতিহাসিক ও দিক নির্দেশনাপূর্ণ ভাষণের প্রেক্ষিতে দেশের অন্যান্য স্থানের মত তৎকালীন পিরোজপুর কাউখালীর প্রতিটি গ্রামে গড়ে ওঠে প্রতিরোধের দূর্গ। এ সময় প্রায় সকল মানুষ প্রতিবাদী হয়ে ওঠে। কাউখালীর ছাত্র-জনতা একতাবদ্ধহয়ে মারমুখি হয়ে ওঠে।
শহীদ মুক্তিযোদ্ধাদের নাম | পিতার নাম | ঠিকানা |
০১। শহীদ আঃ মাজেদ | মৃত হারেজুল ইসলাম | কেউন্দিয়া |
০২। শহীদ হারুন অর রশিদ | মৃত হাসেম আলী | কেউন্দিয়া |
০৩। শহীদ জালাল উদ্দিন | মৃত ফকের উদ্দিন তাং | কেউন্দিয়া |
০৪। শহীদ শাজাহান হাং | মকবুল আলী হাং | পূর্ব আমড়াঝুড়ি |
০৫। শহীদ মানিক হোসেন | মৃত আজিম উদ্দিন | পূর্ব আমড়াঝুড়ি |
০৬। শহীদ আতাহার আলী | মৃত মমিন উদ্দিন | বাশুরি |
০৭। শহীদ বেলায়েত হোসেন | মৃত আফেজ সরদার | গোশনতারা |
০৮। শহীদ হাবিবুর রহমান | মৃত মোজাহার আলী খন্দকার | জয়কুল |
০৯। শহীদ লতিফুর রহমান | মৃত ফাজেল উদ্দিন | কেউন্দিয়া |
১০। শহীদ মোঃ শাফায়েত হোসেন | মৃত আশ্রাফ আলী তালুকদার | কেউন্দিয়া |
১১। শহীদ আবুল কালাম আজাদ | মৃত মতিয়ার রহমান | কচুয়াকাঠি |
১২। শহীদ মোক্তাদিরুল ইসলাম | মৃত নুরুল ইসলাম | কেউন্দিয়া |
১৩। শহীদ এসমাইল হোসেন | মৃত হাফিজুর রহমান | কেউন্দিয়া |
১৪। শহীদ হায়দার আলী |
|
|
১৫। শহীদ হারুন অর রশিদ | সৈয়দুল হক আকন | জোলাগাতি |
১৬। গৌরাঙ্গ চন্দ্র দে | উপেন্দ্র নাথ দে | কুমিরান |
১৭। ইদ্রিছ আলী | ইউসুফ আলী | কুমিরান |
১৮। ওমর ফারুক | মোঃ সৈয়দুর রহমান শরীফ | আসোয়া আমড়াঝুড়ি |
ডাউনলোড লিংক:-
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS