কাউখালী দক্ষিনাঞ্চলের একাট অন্যতম বানিজ্য কেন্দ্র। এই এলাকায় প্রচুর সুপারী,পান,আমড়া ও নারিকেল উৎপাদিত হয়। এ অঞ্চলের চাহিদা মেটানোর পরে প্রচুর পরিমানে সুপারী, পান, আমড়া ও নারিকেল সড়ক ও নদীপথে দেশের বিভিন্ন স্থানে এবং ভারতে চালান করা হয়। এ অঞ্চলের সন্ধা নদীতে প্রচুর পরিমানে ইলিশ সহ অন্যান্য মাছ ধরা পড়ে। এছাড়াও এ অঞ্চলে রয়েছে দেশ বিখ্যাত শীতল পাটি যা আজ প্রর্যন্ত ঐতিজ্য বহন করে আসছে