কাউখালী
মোবাইল- 01710940156
১। ঢাকা থেকে সড়ক পথে বরিশাল পৌছে রুপাতলী বাসস্ট্যান্ড থেকে পিরোজপুর গামী বাসে করে নৈকাঠী নামতে হবে সেখান থেকে অটোরিক্সা যোগে কাউখালী আশ্রমে যাওয়া যায়।
২। ঢাকা থেকে লঞ্চযোগে সরাসরি কাউখালী লঞ্চঘাটে নামা যায়। সেখান থেকে রিক্সায় কাউখালী আশ্রমে যাওয়া যায়।
৩। এছাড়াও পিরোজপুর ও ঝালকাঠী থেকে সড়ক পথে খুব সহজেই কাউখালী উপজেলার যাওয়া যায়।
মোবাইল- 01710940156
প্রতিষ্ঠাতা- পরিব্রাজকাচার্য্যবর শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব
আবির্ভাব- ১২৯৮ বঙ্গাব্দ
তিরোভাব- ১৩৮২ বঙ্গাব্দ
এছাড়াও আশ্রম প্রতিষ্ঠাকালীন আশ্রমের সেবায়িত ও ঋত্বিক স্বর্গীয় সুরেন্দ্র নাথ দে
১৩৬২ বঙ্গাব্দ থেকে ১৩৯২ বঙ্গাব্দ পর্যন্ত দায়িত্ব প্রাপ্ত ছিলেন
শ্রীগুরু সঙ্ঘ প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্য্যবর শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবেরর আবির্ভাব রাসপূর্নিমা তিথি স্মরনে ০৫ দিন ব্যাপি তারক ব্রক্ষ্ম নাম যজ্ঞানুষ্ঠান, বস্ত্র বিতরণ, রুগীদের মাঝে ফল বিতরন, দুগ্ধ বিতরণ, লক্ষ লক্ষ লোকের অন্নপ্রসাদ বিতরণ, বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ ও ১৫ দিন ব্যাপি মেলা অনুষ্ঠিত হয়। প্রতি বছর রাস উৎসবে দেশী ও বিদেশী হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী উপস্থিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস